০১. আগামী ০৭ এপ্রিল ২০১৫ খ্রি: হতে ০৮ এপ্রিল ২০১৫ খ্রি: তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ০৫.০০
ঘটিকা পর্যন্ত ০২ (দুই) দিন ব্যাপী ডিজিটাল মেলা-২০১৫ আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত
হবে।
০২. উপজেলা পর্যায়ে স্ব-স্ব বিভাগ/দপ্তর/প্রতিষ্ঠান মেলায় ০১ (এক) টি করে স্টল দিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করবেন এবং
ডিজিটাল সেবা বিষয়ে তাদের কার্যক্রম জনগণের মধ্যে তুলে ধরবেন।
০৩. সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এবং পৌর ডিজিটাল সেন্টার (পিডিসি) মেলায় অংশগ্রহণ করবেন।
০৪. মেলা প্রঙ্গণে অবস্থিত মঞ্চে ডিজিটাল উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
হবে।
০৫. মেলা উপ-কমিটি বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু নির্ধারণ করবেন।
০৬. মেলা চলাকালিন সময়ে উপজেলা সদরে অবস্থিত সকল স্কুল/কলেজ/মাদ্রাসার শিক্ষার্থীদের মেলায় স্বত:র্ফূত অংশগ্রহণ ও
উপভোগের নিমিত্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের বরাবর পত্র প্রেরণ ও উপস্থিতি নিশ্চিত করার জন্য উপজেলা শিক্ষা
অফিসার/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, রামগতি, লক্ষ্মীপুর-কে অনুরোধ করা হয়।
০৭. মেলায় অবস্থিত মঞ্চে ল্যাপটপ ও প্রজেক্টর ব্যবহার করে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষকদের তৈরি ডিজিটাল কন্টেন্ট
সম্পর্কে সাধারণ প্রশিক্ষনার্থী/স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ধারণা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
০৮. ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাগণ মাটি পরীক্ষা, সারের সুপারীশ, বিদ্যুৎ বিল পরিশোধ, মোবাইল
ব্যাংকিং, জীবনবীমা সেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন সনদসহ তাঁদের সকল সেবা বিষয়ক কার্যক্রম তুলে ধরবেন।
০৯. মেলায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাদের হাতে কলমে ওয়েভ পোর্টাল, ব্লগ, অনলাইন মনিটরিং টুল
বিষয়ক প্রশিক্ষণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা টেকনিশিয়ান-কে অনুরোধ করা হয়।
১০. মেলায় আগত দর্শনার্থীদের বিনামূল্যে ই-মেইল, ফেইসবুক ও স্কাইপি আইডি খুলে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য
উপজেলা টেকনিশিয়ান ও সকল ইউডিসি উদ্যোক্তাদের অনুরোধ করা হয়।
১১. মেলায় সার্বক্ষণিক ইন্টারনেট ব্যবস্থা সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা টেকনিশিয়ান-কে অনুরোধ
করা হয়।
১২. মেলার বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক প্রচারের জন্য এবং স্থানীয় প্রিন্ট মিডিয়া/ইলেক্ট্রনিক্স মিডিয়া/সংবাদপত্র সমূহের
সম্পাদকবৃন্দ/সাংবাদিকবৃন্দকে ডিজিটাল মেলা-২০১৫ এর উদযাপন উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ও এতদসংক্রান্ত
সংবাদ কভারেজ এবং মেলা চলাকালীন স্থানীয় ক্যাবল টিভি চ্যানেলে মেলার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করার প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণের জন্য সভাপতি, প্রেস ক্লাব, রামগতিকে অনুরোধ করা হয়।
১৩. মেলা চলাকালিন সময়ে অনুষ্ঠানস্থল এবং স্টল সমূহে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য ডিজিএম, পল্লী
বিদ্যুৎ সমিতি, রামগতি, লক্ষ্মীপুর-কে অনুরোধ করা হয়।
১৪. ডিজিটাল মেলা-২০১৫ এর উদযাপন উপলক্ষে সকল কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয়
সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ, রামগতি থানা-কে অনুরোধ করা হয়।
১৫. ডিজিটাল মেলা-২০১৫ অনুষ্ঠানের উল্লেখযোগ্য বিষয়গুলো উপজেলা তথ্য বাতায়নে আপলোড নিশ্চিত করার প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা টেকনিশিয়ান ও উদ্যোক্তাদের-কে অনুরোধ করা হয়।
১৬. মেলার শেষ দিন অর্থাৎ ০৮.০৩.২০১৫ খ্রি: তারিখ বিকাল ০৫.০০ ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও
সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস