Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে চরগাজী ইউনিয়ন

১।ইউনিয়নকে জানুন

৯নং চরগাজী ইউনিয়ন পরিষদ, অবস্থান, গ্রাম/মৌজা,চরলক্ষ্মী ৮নং ওয়ার্ড, ডাকঘর: রামগতির হাট, উপজেলা: রামগতি, জেলা: লক্ষ্মীপুর।

 

এক নজরে

 

 

মানচিত্রে ইউনিয়ন

 

গ্রামভিত্তিক লোকসংখ্যা

১। চর আফজল-    ৬১৭১ জন।

২। দক্ষিণ টুমচর-   ১২৪৯৮ জন।

৩। চরলক্ষী-        ১৫৯৬০ জন।

৪। চর দরবেশ-    ৬৩১৪ জন।

৫। চর গাজী-      ১৯৪৭ জন।

৬। চরগাজী-       ১৯৪৭ জন।

মোট:                ৪২,৮৯০ জন।

যোগাযোগ ব্যবস্থা

গাড়ী, রিক্সা, বাই সাইকেল ও নৌকা।

দর্শনীয় স্থান

 ১। বয়ার চরের প্রাকৃতিক দৃশ্য

২। রামগতি মাছ ঘাট

হাট বাজার

আলী আকবর হাজীর হাট, আজাদ বাজার, জাহের মার্কেট, মোহাম্মদপুর বাজার , টাংকী বাজার, সেন্টার বাজার

 

ফটো

গুরুত্বপূর্ণ স্থান, ব্যক্তি, ঘটনার ছবি

২।ইউনিয়ন পরিষদ

১। সাংগঠনিক কাঠামো

চেয়ারম্যান- ১, সদস্য/সদস্যা- ১২,সচিব- ১

২। ইউনিয়ন পরিষদের কার্যাবলী

ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ- ১৯৮৩ মোতাবেক ইউনিয়ন পরিষদকে ৩৮ কার্য্য ক্রমের ভার দেওয়া হয়, উক্ত কাজ সমূহ ৪টি ভাগে বিভক্ত,

১। পৌর কার্য্যাবলী, ২। পুলিশ ও নিরাপতত্তা, ৩। রাজস্ব প্রশাসন, ৪। উন্নয়ন ও দারিদ্র দূরীকরণ, ৫। বিচার।

 স্থানীয় সরকার ইউনিয় পরিষদ অধ্যাদেশ ১৯৮৩ এর ৩০ ধারায় পৌর কার্য্যাবলীকে দুই ভাগে বিভক্ত করা হয়।

১। বাধ্যতা মূলক:

 

* আইন শৃঙ্খলা রক্ষা করা ও এ বিষয়ে প্রশাসনকে অবগত করা। 

* অপরাধ বিশৃঙ্খলা ও চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহন।  

* বৃক্ষ রোপন, মৎস্য, পশু পালন, স্বাস্থ্য, কৃষি শিল্প ও যোগাযোগ। 

* পরিবার পরিকল্পনা কর্য্যক্রমের প্রসার ঘটানো ।

* স্থানীয় সম্পদের উন্নয়ন ও তার ব্যবহার নিশ্চিত করা।

* রাস্তা, ঘাট, ব্রীজকালবাট, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষন কবা।

* স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগনকে উদ্ভুদ্ধ করা ।

* জন্ম ,মৃত্যু নিবন্ধন, অন্ধ, ভিক্ষুক ও  দুস্থদের নিবন্ধন করা।

* সকল ধরনের শুমারী পরিচালনা ও সহায়তা করা।

* ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার কার্য্যবলী পর্যালোচনা এবং প্রয়োজনে।  

   উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা। 

ইহা ছাড়া ও সরকারের পক্ষ হইতে সম সময় যে কোন আদেশ আসে তাহা পুংখানু পংখরূপে পালন করা।

 

২। ঐচ্ছিক মূলক কার্য্যাবলী:

* জনপদ ও রাজ পথের ব্যবস্থা রক্ষনা বেক্ষন।      

* সরকারী মাঠ, উন্মুক্ত জায়গা, উদ্যান, খেলার মাঠের ব্যবস্থা করা।

* সরকারী জায়গায় গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষন।

* কবরস্থান, স্বশান, ঘাট, জনসাধারনের সভার স্থান ও অন্যান্য সম্পত্তির  রক্ষনা বেক্ষন।

  * ইউনিয়নের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য ব্যবস্থার উৎর্ষ সাধন।

* অপরাধ মূলক ও বিপদ জনক ব্যবস্থার নিয়ন্ত্রন করা।

* পশু জবায় ও মৃত পশুর দেহ অপসারন করা ।

* খাবার পানির উৎস্য ও দূষন  রোধের ব্যবস্থা করা। 

* বিধবা, এতিম, গরীব ও দুঃস্থ্য ব্যক্তির সাহায্য করা ।

* খেলাধুলার উন্নতি স্বাধন।

* শিল্প সামাজিক উন্নয়ন, সমবায় আন্দলন ও উৎসাহ দান।

* প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করন।

* গ্রন্থাগার ও পাঠাগার এর ব্যবস্থা করন।

* প্রাথমিক শিক্ষার উন্নয়নসহ শিক্ষা উন্নয়নে প্রচার ও প্রসার ঘটানো

* ইহা ছাড়া সরকার হতে সময় সময় যে কোন আদেশ আসে তাহা পুঃখ্যানু  পুঃখ্যরূপে পালন করা ইত্যাদি।